Chera Dwip Tour Documentary|ছেড়া দ্বীপ ভ্রমণ গাইড

অনেক আশা ভরসা ত্যাগ ও অপেক্ষার পর সেন্টমার্টিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছেড়া দ্বীপ (Chera Dwip) ভ্রমণ করছি। আসলেই বাংলাদেশের সর্বদক্ষিনে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ (Saintmartin Dwip)। সেন্টমার্টিনের সর্ব দক্ষিণ প্রান্তে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বা নারিকেল জিঞ্জিরা।

how to go to chera dip from saint martin
Chera Dwip (ছেড়াদ্বীপের ড্রোন ভিউ)

সেন্টমার্টিই একটি ক্ষুদ্র অংশ যেখানে কোনো স্থায়ী বাসিন্দা নাই। নাই কোন দোকান-পাট, ব্যবসা কেন্দ্র বা রেস্টুরেন্ট। সেন্টমার্টিনের হতে ছেড়াদ্বীপের দুরত্ব মাত্র ৫ কিলোমিটার এবং আয়তন ৩ বর্গ কিলোমিটার। এই তো সেদিন ২০০০ সালের আগেও এটি অজানাই ছিল।

আপনি যদি ঢাকা হতে আসেন তাহলে হানিফ, সৌদিয়া সহ অনেকগুলি প্রতিষ্ঠিত পরিবহনে আপনি যেতে পারবেন। ঢাকা থেকে সরাসরি আপনি টেকনাফ আসতে পারেন।

Waterfalls in teknaf
টেকনাফ এলাকায় ঘুরাঘুরি
Tourism in Teknaf, Cox's Bazar
টেকনাফ সাগর পাড়
Hotel Poushi in Teknaf
POUSHI Hotel and Restaurant, Teknaf

যদি আপনি চট্টগ্রাম থেকে যেতে চান তাহলে চট্টগ্রাম দামপাড়া ও স্টেশন রোড থেকে টিকেট কেটে নিতে পারেন এবং পৌঁছে যেতে পারেন টেকনাফ। এছাড়া, যারা একই টুরে কক্সবাজার ঘুরতে চান তারা কক্সবাজার থেকে টেকনাফ যেতে পারেন এবং সেন্টমার্টিনের উদ্দেশে সব ক’টি জাহাজ /লঞ্চ এ টেকনাফ জাহাজ ঘাট থেকেই সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছেড়ে যায়। সেন্টমার্টিন টুর এর কোন এক পর্য়াযে আপনি ঘুরে আসতে পারেন ছেঁড়াদ্বীপ।

how to got to saintmartin to chera dwip
Cockpit of the Boat : Way to Chera Dwip
Tourism in Chera Dwip
natural beauty in Saint martin and cheradwip
A Crab (কাকড়া ) under the Crystal Clear Water

টেকনাফের পেনিনসুলা পয়েন্ট (Teknaf Peninsula Point) হতে সেন্টমার্টিন দ্বীপ (St. Martin Islands) এর দুরত্ব ৯ কিলোমিটার।

Sea Truck, Launch, Ship গুলোর ভাড়া প্রকারভেদে ৫০০-১০০০ টাকা। সি ট্রাকগুলোর মধ্যে, Keari Cruise and Dine, Keari Sindbad, Green Line বেশ পরিচিত।

যোগাযোগের জন্য:

কেয়ারি গ্রুপের শীপের বুকিং এর জন্য যোগাযোগ : 01817-148735, 01817-048597, 01841-094179, 01712114009 (ধানমন্ডি, ঢাকা অফিস),

আর যদি আপনি এলসিটি কুতুবদিয়ায় যেতে চান সেক্ষেত্রে যোগাযোগ : ০১৭১৪৬৩৪৭৬২ (পল্টন, ঢাকা অফিস),

এবং গ্রীন লাইন এর মোবাইল নম্বর: ০২৯৩৩৯৬২৩, ০২৯৩৬২৫৮০।

আমরা সেন্টমার্টিন এ লাইট হাউজ রিসোর্টে উঠেছিলাম। এটি জাহাজ ঘাট হতে সমুদ্রের তীর ঘেসে দক্ষিন দিকে পায়ে হাটার পথে নৌ বাহিনীর অফিস লাগোয়া।

তাদের বিভিন্ন সাইজের রুম আছে; ভাড়াও বিভিন্ন (১২০০-২৫০০ টাকা)। Light House Resort contact: 01819036363.

tourism in Bangladesh

সেন্টমার্টিন হতে বিভিন্ন উপায় ছেড়া দ্বীপে যাওয়া যায়। আপনি যদি চান ভাটার সময় সেন্টমার্টিনের মূল ভূখণ্ড হতে ছেড়া দ্বীপে পায়ে হেঁটেই যেতে পারবেন। সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা। তবে এটি অনেকেই জানে না এবং বেশ চ্যালেঞ্জিং এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁরাই হেঁটে যেতে পারেন।

Walking Through Chera Dwip, Saint Martin

কিন্তু আপনি চাইলে বা আপনার যদি যথেষ্ট সময় না থাকে আপনি সেন্ট মার্টিন জাহাজঘাট এর বিপরীত দিক থেকে সাম্পান ভাড়া করতে পারেন। এখানে ছোট-বড় বিভিন্ন সাইজের সাম্পান (কাঠের নৌকা) ভাড়া পাওয়া যায়। সেন্টমার্টিন হতে ছেড়া দ্বীপের ভাড়া সাইজ এবং যাত্রী সংখ্যা ভেদে ভাড়া বিভিন্ন হয়ে থাকে।

আবার আপনি চাইলে দ্রুত যেতে স্পিড বোট ব্যবহার করতে পারেন। সাম্পানে যেতে আপনার সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট, স্পিড বোটে সময় লাগবে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট মাত্র।

সেন্টমার্টিন হতে ছেড়া দ্বীপের সাম্পান ভাড়া ৮০০ হতে ১৫০০ টাকা বা মাথাপিছু ভাড়া যেতে পারেন ১০০-১৫০ টাকা।

সেন্টমার্টিন হতে ছেড়া দ্বীপের স্পিড বোট ভাড়া ১২০০ হতে ২০০০ টাকা বা মাথাপিছু ভাড়া যেতে পারেন ৩০০-৪০০ টাকা।

এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি হেঁটে গেলে যথেষ্ট সময় এবং পরিশ্রমের ব্যাপার রয়েছে এবং সেটা জোয়ার-ভাটা হিসাব করে আপনাকে যাওয়া-আসা করতে হবে। অন্যদিকে, সাম্পানে গেলে আপনি যথেষ্ট নিরাপদ তবে সাম্পান অথবা স্পিডবোট যেটাতেই যান আপনি অবশ্যই চেক করে নিবেন ওই বোটে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা।

From Saint Martin to Chera Dwip via Speed Boat

আপনি যখন সেন্টমার্টিন হতে ছেড়া দ্বীপ যাবেন, দেখতে পাবেন সেখানে রয়েছে অসংখ্য জীবিত ও মৃত প্রবাল বা কোরাল। মাটি বা বালু খুব কমই দেখবেন। আর এই প্রবল গুলোর কারনেই সমগ্র সেন্টমার্টিন এবং বিশেষ করে ছেড়া দ্বীপের পানি খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। আরও লক্ষ্য করলে দেখবেন ছেড়া দ্বীপের কূলে ৮-১০ ফুট বা তার চেয়ে বেশী গভীর পর্যন্ত খালি চোখে পরিষ্কার দেখা যায়। আছে ছোট ছোট মাছ, শেওলা এবং অন্যান্য সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী।

romance in saintmartin
Enjoy Chera Dwip, St Martin
coral: the natural beauty of Chera Dwip
Coral in Chera Dwip
beauty of bangladesh
ছেড়া দ্বীপের প্রবাল

পরিষ্কার পানির মৃত প্রবাল গুলির মৃত অবস্থায় পাথর রুপই আমরা দেখি। আপনি যখন ছেড়া দ্বীপের পানির নিকট যাবেন তখন এখানকার বিস্তৃত জলরাশি এবং বাতাসের শোঁ শোঁ শব্দ এবং সমুদ্রের গর্জন সবকিছু মিলে আপনি একটা অন্যরকম মোহের মধ্যে চলে যাবেন। অনেকেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে পানিতে লাফালাফি শুরু করেন। কিন্তু লক্ষ্য রাখবেন ছেঁড়াদ্বীপে জোয়ারের সময় যে পানি দেখা যায় পানির অল্প নিচেই শক্ত এবং ধারালো কোরাল বা পাথর রয়েছে।

Oyster (ঝিনুক) ‍at Chera Dwip

সেজন্য এখানে অফিশিয়ালি সাইনবোর্ড টাঙানো আছে সাঁতার না কাটার জন্য। এ বিষয়টি আপনি এবং আপনার সঙ্গীদের নিরাপত্তার জন্য অবশ্যই বিবেচনায় রাখবেন। অন্যথায় আপনি আপনার ভ্রমনকে নিষ্কণ্টক করতে পারবেন না।

আসলে এই ছেঁড়া দ্বীপ এমন একটি মজার জায়গা যেখানে আপনি দেখতে পাবেন কোথাও কোথাও ২০০ গজের মধ্যেই উভয় পাশে বিস্তৃত সাগর চোখে পড়বে। মাঝখানে সামান্য স্থলভাগ।

আরও দেখবেন অসংখ্য শামুক-ঝিনুক উদ্ভিদ ও প্রাণী এবং এই সমস্ত জীব বৈচিত্র্যের জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারনেই সেন্টমার্টিন এবং ছেঁড়া দ্বীপ আমাদের কাছে এতটা আকর্শণীয়। সুতরাং বাংলাদেশের অন্যতম প্রধান এবং আকর্ষণীয় এই পর্যটন দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র, উদ্ভিদ ও প্রাণী রক্ষা করা একান্ত কর্তব্য। এটি আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের নাগরিক এবং নৈতিক দায়িত্ব।

Follow us at Twitter.com/Travell2Life

Facebook.com/Travell2Life

Visit us at Youtube

[smartslider3 slider=3]

MN Hossain

Travel blogger, Youtube content creator, SEO Freelancer.

Leave a Reply