Tracking to Himchori Cox’s Bazar Himchhori Hilly Park Hill Track by Travel The Life

আসসালামু আলাইকুম ভিউয়ার্স।

স্বাগত জানাচ্ছি ভ্রমণ বাংলা VromonBangla.com ব্লগে।

আজকের পর্ব কক্সবাজারের হিমছড়ি ভ্রমন

আমরা কক্সবাজার টুরের অংশ হিসাবে আজকে যাব হিমছড়ি।

কলাতলি হতে হিমছড়ির দুরত্ব প্রায় ৬ কিলোমিটার। 

কিভাবে হিমছড়ি অভিযান করবেন

আমাদের হোটেল সায়মান বিস রিসোর্ট হতে একটি জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করে রওনা হই মেরিন ড্রাইভ হয়ে হিমছড়ি।

কলাতলি হতে হিমছড়ি যাওয়ার পথে আমরা জিপ থামিয়ে কয়েকবার মেরিন ড্রাইভ রোডে পাশের বিচে বেড়িয়েছি। ড্রাইভারের সাথে ওভাবেই চুক্তি করে নিবেন। তাহলে আপনি মেরিন ড্রাইভের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যাওয়ার পথে বাম দিকে পাহড়ী বনভূমি আর ডানদিকে ঝাউবনের ফাক দিয়ে সাাগরের নীল পানির বড় বড় ঢেউ আপনাকে আন্দরিত করবে নিঃসন্দেহে।

Tracking to Himchori Cox's Bazar

পাহাড়ী পার্ক হিমছড়ির রাস্তার আসেপাশে একটু দেখি যেখানে রয়েছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট যেখানে সমুুদ্রের ঢেউ দেখতে দেখতে কপির মগে চুমুক দিতে পারবেন।

যাহোক, আমরা এখন হিমছড়ি পাহাড়ী পার্কে ট্রাকিং এর জন্য টিকেট কেটে উপরে উঠছি। সমুদ্র সমতল হতে ‍উচ্চতা প্রায় ১৫০ ফুট।

পাহাড়ের খাদে খাদে এই সিড়ি তৈরী করা হয়েছে পরর্যটকদের সুবিধার জন্য।

অসম্ভব সুন্দর পাহাড়ী প্রকৃতি দেখতে দেখতে আমরা উঠছি উপরে।

MN Hossain

Travel blogger, Youtube content creator, SEO Freelancer.

Leave a Reply