
আপনি যদি মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার মারকুইজ স্ট্রিটের কোন পথে হাঁটতে থাকেন মনে হবে এ যেন এক মিনি বাংলাদেশ কারণ এই সব এলাকায় রাস্তার দুই ধারে সারি সারি আবাসিক হোটেল, দোকান শপিং সেন্টার বাংলাদেশী লোকে ঠাসা। তারপরও পশ্চিম বাংলা তথা ভারতের পর্যটন এতটা সমৃদ্ধ হওয়া সত্তেও সম্প্রতি কলকাতায় কেন কমেছে বাংলাদেশি পর্যটক তা নিয়ে চিন্তায় পড়েছে কলকাতার ব্যাবসায়ীরা।
যাহোক, কলকাতায় কেন কমেছে বাংলাদেশী পর্যটকঃ
১। বাংলাদেশে ভারতীয় ভিসা জটিলতা,
২। মাধ্যমিক পর্যায়ে চলমান পরীক্ষা,
৩। কলকাতার বৈরী আবহাওয়া,
৪। কলকাতায় হোটেল বা লজ গুলিতে বাংলাদেশীদের হয়রানী বৃদ্ধি পাওয়া,
৫। বিশেষ করে বাংলাদেশীদের ভারতের মেডিক্যাল ভিসা পেতে খুবিই জটিলতার মুখে পড়তে হয়,
৬। আর কলকাতায় যারা চিকিৎসার উদ্দেশ্যে যান তার অনেকেই ভাল সেবা পান না বা হয়রানি বা প্রতারণার স্বীকার হন।