- গত আগষ্টে ব্যাংকগুলো কি দামে ডলার কেনা বেচা করছে তা তদারকি করার জন্য বেশ কিছু ব্যাংকে বাংলাদেশ ব্যাং পরিদর্শন করে, ফলে আতংকিত হয়ে বা অতি সতর্কতার কারনে প্রবাসী আয় বা রেমিটেন্স কম এসেছে।
- তাছাড়া আগষ্টে বাংলাদেশ ব্যাংক বেধে দেওয়া রেট ১০৯ টাকা + প্রনোদনা মিলে সর্বচ্চ মূল্য দাড়ায় ১১১.৭২ টাকা আর হুন্ডির মাধ্যমে কেনা বেচা হয়েছে ১১৭-১১৮ টাকায়।
- জুনে কোরবানীর ঈদ থাকায় সেটাও রেমিট্যান্স আসার ওপর নেগেটিভ প্রভাব পড়েছে। ঈদে অনেকেই বাড়ি এসেছেন নগদ টাকা নিয়ে।

source: bbc