কানাডায় ভিসামুক্ত প্রবেশের ক্ষেত্রে পূর্বের তালিকার সাথে যুক্ত হলো আরো ১৩টি দেশ। নতুন ও পুরাতন দেশের তালিকা এখানে দেওয়া হলো। তবে এই ভিসামুক্ত কানাডায় প্রবেশ করতে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমনঃ
কানাডায় ভিসা ছাড়া প্রবেশের জন্য যে দেশগুলোর নাম উল্লেখ রয়েছে, তাদের সবাই কিন্তু ভিসা ছাড়া কানাডায় প্রবেশ করতে পারবেন না।
কেবলমাত্র যারা গত ১০ বছরে অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে তারাই সুবিধাটি ভোগ করতে পারবেন।
”ভিসা প্রক্রিয়া সহজলভ্য ও দ্রুত করতে দেশগুলোর নাগরিকদের এ সুবিধা দেওয়া হয়েছে”।
— সিন ফ্রেজার, অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রী, কানাডা।
মার্কিন যুক্তরাষ্ট্রও কানাডায় প্রবেশের ক্ষেত্রে ভিসামুক্ত এবং মার্কিন নাগরিকদের কানাডায় ভ্রমণ করার সময় eTA (Electronic Travel Authorization) -এর জন্য আবেদন করতে হবে না।
কানাডায় ভিসামুক্ত প্রবেশকারী ব্যক্তিরা সেদেশে প্রায় ৬ মাস অবস্থান করতে পারলেও সেখোনের তারা কোন কাজ করতে পারবেন না।
যে দেশগুলি ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুবিধা পাবেন সেগুলো হলোঃ
এন্ডোরা,
অ্যান্টিগুয়া ও বার্বুডা
আর্জেন্টিনা
অস্ট্রেলিয়া,
অস্ট্রিয়া,
বাহামাস,
বার্বাডোজ,
বেলজিয়াম,
ব্রাজিল,
ব্রুনাই,
বুলগেরিয়া,
চিলি,
কোস্টারিকা
ক্রোয়েশিয়া,
সাইপ্রাস,
চেক প্রজাতন্ত্র,
ডেনমার্ক,
এস্তোনিয়া,
ফিনল্যান্ড,
ফ্রান্স,
জার্মানি,
গ্রীস,
গিনি,
হংকং,
হাঙ্গেরি,
আইসল্যান্ড,
আয়ারল্যান্ড,
ইসরাইল,
ইতালি,
জাপান,
লাটভিয়া,
লিচেনস্টাইন,
লিথুয়ানিয়া,
লুক্সেমবার্গ,
মাল্টা, মেক্সিকো,
মোনাকো,
মরক্কো
নেদারল্যান্ডস,
নিউজিল্যান্ড,
নরওয়ে,
পানামা
পাপুয়া নিউ
ফিলিপাইন
পোল্যান্ড
সেশেলস
সেন্ট কিটস এবং নেভিস
সেন্ট লুসিয়া
সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস
থাইল্যান্ড
ত্রিনিদাদ ও টোবাগো
উরুগুয়ে
Info: canada.ca