হজে যাওয়ার খরচ বাড়ল প্রত্যেক হাজীর ৫৯ হাজার টাকাঃধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ তাঁর দপ্তরে এক সংবাদ ব্রিফিং এ জানান এ বছর ২০২২ এ প্রত্যেক হজ যাত্রীর হজের ব্যায় বাড়বে ৫৯,০০০/০০ টাকা। কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, ”সৌদি আরবে আব্যশকীয় ব্যয় বৃদ্ধি “। সুতরাং, বর্তমানে একজন হজযাত্রীর মোট খরচ হবেঃ

সরকারিভাবে হজ প্যাকেজ–১ এর খরচঃ ৫,২৭,৩৪০/০০+৫৯,০০০/০০= ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা,

সরকারিভাবে হজ প্যাকেজ–২ এর খরচঃ ৪,৬২,১৫০/০০+৫৯,০০০/০০= ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা, ও

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচঃ ৪,৫৬,৬৩০/০০+৫৯,০০০/০০=৫ লাখ ১৫ হাজার ৬৩০ টাকা

টাকা জমা দেওয়ার শেষ সময়ঃ ৩০ মে ২০২২ (৩০/০৫/২০২২)

প্রসঙ্গতঃ ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হওয়ার কথা (চাঁদ দেখা সাপেক্ষে)। এ বছর ২০২২ এ বাংলাদেশ থেকে ৫৭,৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ও বেসরকারী ব্যবস্থাপনায় যথাক্রমে ৪ হাজার ও ৫৩,৫৮৫ জন।

Hazz Related Other News

MN Hossain

Travel blogger, Youtube content creator, SEO Freelancer.

Leave a Reply