হজে যাওয়ার খরচ বাড়ল প্রত্যেক হাজীর ৫৯ হাজার টাকাঃধর্ম প্রতিমন্ত্রী

হজে যাওয়ার খরচ বাড়ল প্রত্যেক হাজীর ৫৯ হাজার টাকাঃধর্ম প্রতিমন্ত্রী

ভ্রমণ বাংলা No Comments

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ তাঁর দপ্তরে এক সংবাদ ব্রিফিং এ জানান এ বছর ২০২২ এ প্রত্যেক হজ যাত্রীর হজের ব্যায় বাড়বে ৫৯,০০০/০০ টাকা। কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, ”সৌদি আরবে আব্যশকীয় ব্যয় বৃদ্ধি “। সুতরাং, বর্তমানে একজন হজযাত্রীর মোট খরচ হবেঃ

সরকারিভাবে হজ প্যাকেজ–১ এর খরচঃ ৫,২৭,৩৪০/০০+৫৯,০০০/০০= ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা,

সরকারিভাবে হজ প্যাকেজ–২ এর খরচঃ ৪,৬২,১৫০/০০+৫৯,০০০/০০= ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা, ও

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচঃ ৪,৫৬,৬৩০/০০+৫৯,০০০/০০=৫ লাখ ১৫ হাজার ৬৩০ টাকা

টাকা জমা দেওয়ার শেষ সময়ঃ ৩০ মে ২০২২ (৩০/০৫/২০২২)

প্রসঙ্গতঃ ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হওয়ার কথা (চাঁদ দেখা সাপেক্ষে)। এ বছর ২০২২ এ বাংলাদেশ থেকে ৫৭,৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ও বেসরকারী ব্যবস্থাপনায় যথাক্রমে ৪ হাজার ও ৫৩,৫৮৫ জন।

Hazz Related Other News

Categories
Tourism