এ বছর ২০২২ মোট কতজন হজ্জ করতে পারেবেন হাজীদের কি শর্ত মানতে হবে
কোভিড -১৯ মহামরীর কারনে মুসলমানদের অন্যতম প্রধান ফরজ হজ্জ ২০২০ ও ২৯২১ সালে খুবেই সীমিত সংখ্যক মানুষ হজ্জ করতে পেরেছিলেন। তবে এ বছর ২০২২ সালে সৌদি আরব সারা পৃথিবী হতে মোট দশ লাখ (১০ লাখ) মানুষকে হজ্জ করার অনুমতি দিয়েছে। (তথ্য সূত্র : Ministry of Hajj and Umrah, সৌদি আরব ও আরব নিউজ)।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২২ সালের হাজীদের জন্য যে সকল শর্ত দিয়েছে তা হলোঃ
১। হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে, এবং
২। পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে।
৩। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে।
তবে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে হজ্জের জন্য আগ্রহী দেশসমূহের মধ্যে কোটা পদ্ধতিতে হাজ্জীর সংখ্যা ঠিক করা হবে।
সৌদি সরকারের হজ্জ মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মানতে হবে। হজ পালনের সময় হাজীদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় সে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে সব পূর্বসতর্কতামূলক পদক্ষেপও মেনে চলতে হবে।
কোবিড-১৯ (করোনা মহামারি) র কারণে গত বছর খুবই সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালন করতে পেরেছেন এবেং সে সংখ্যা ছিল মাত্র ৫৮ হাজার ৭৪৫ যেখানের করোনা মহামারীর আগে হাজির সংখ্যা হত ২০ লাখের বেশী।
দেশটির হজ্জ মন্ত্রণালয় বলছে, একদিকে সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে যেমন আগ্রহী সৌদি আরব তেমনি তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা দেওয়াও সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বিধায় উল্লেখিত শর্ত পালন সাপেক্ষে সীমিত সংখ্যক হাজীদের হজ্জ করতে দেওযা হবে।
Source: Ministry of Hajj and Umrah, সৌদি আরব, https://www.haj.gov.sa/
আরব নিউজ
আসুন আমাদের সোস্যাল মিডিয়ায়:
Youtube : Travel The LIfe
Facebook: Travel2Life
I together with my buddies were actually checking out the best helpful hints on your web page regarding pilgrims.
Thanks for visiting.