বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এ বছর একজন হজযাত্রী সকল প্রকার খরচ বাদে অতিরক্তি ১২০০ ডলার বা সমপরিমান বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিনিময় বিভাগ হাজীদের মূল খরচ বাদে ১২০০ ডলার বা সমপরিমান বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন বলে জানানো হয়। প্রসঙ্গতঃ চাঁদ দেখা গেলে চলতি বছরের ৮ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ হতে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু শুরু হবে যা শেষ হবে ৩ জুলাই ২০২২। আর হজ শেষে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট। তথ্যসূত্র: www.bb.org.bd
Read moreধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আজ তাঁর দপ্তরে এক সংবাদ ব্রিফিং এ জানান এ বছর ২০২২ এ প্রত্যেক হজ যাত্রীর হজের ব্যায় বাড়বে ৫৯,০০০/০০ টাকা। কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, ”সৌদি আরবে আব্যশকীয় ব্যয় বৃদ্ধি “। সুতরাং, বর্তমানে একজন হজযাত্রীর মোট খরচ হবেঃ সরকারিভাবে হজ প্যাকেজ–১ এর খরচঃ ৫,২৭,৩৪০/০০+৫৯,০০০/০০= ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা, সরকারিভাবে হজ প্যাকেজ–২ এর খরচঃ ৪,৬২,১৫০/০০+৫৯,০০০/০০= ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা, ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচঃ ৪,৫৬,৬৩০/০০+৫৯,০০০/০০=৫ লাখ ১৫ হাজার ৬৩০ টাকা। টাকা জমা দেওয়ার শেষ সময়ঃ ৩০ মে ২০২২ (৩০/০৫/২০২২) প্রসঙ্গতঃ ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হওয়ার কথা (চাঁদ দেখা সাপেক্ষে)। এ বছর ২০২২ এ বাংলাদেশ থেকে ৫৭,৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।
Read moreMay 20, 2022 in Bangladesh Hazz
২০২২ সালের হজযাত্রী নিবন্ধনের শেষ তারিখ ২২ মে ২০২২ঃ সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার নিবন্ধন কার্যক্রম আগামী ২২ মে ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তথ্য সূত্রঃ Ministry of Religious Affairs, Bangladesh. টাকা জমার শেষ তারিখঃ ২১ মে ২০২২ তারিখ পর্যন্ত হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে এবং হজ নিবন্ধনের অর্থ গ্রহণ করবে। ২০২০ এ নিবন্ধিত কারা হজ ২০২২ এর নিবন্ধন আওতায় আসবেনঃ সরকারি ব্যবস্থাপনায় ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সকল হজযাত্রী ও প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক নম্বর ২৫ হাজার ৯২৪ পর্যন্ত এ বছর, ২০২২ এ হজের নিবন্ধনের আওতায় আসবেন। এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের সব নিবন্ধিত ব্যক্তি এবার অর্থাৎ ২০২২
Read more